লেখক পরিচিতিঃ নীলফামারী জেলাধীন সদর উপজেলার ৫ নং টুপামারী ইউনিয়নের ১ নং ওয়ার্ড দাউদ নামক গ্রামে ১৯৮৭ সালে ১৪ মে ধার্মিক পরিবারে শ্রী জগদীশ চন্দ্র রায় জন্মগহণ করেন। পিতা শ্রী কামিনী কান্ত রায়, মাতা শ্রী মতি শ্যামা দেবী রায় ডাকনাম সেনোবালা। তাঁর পিতামহ শ্রী বিষাদ চন্দ্র রায় একজন ধর্মপরায়ন মানুষ ছিলেন, তাঁর গৃহে সাধু গুরু বৈষ্ণবদের সমাগম লেগেই থাকত। শ্রীমদভগবদ্গীতার হাতে খড়ি পিতামহ বিষাদ চন্দ্র রায়ে কাছ থেকেই হয়। শিক্ষাজীবনে পলাশরাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া শুরু করেন, পলাশবাড়ী পরশমনি উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে ২০০৩ সালে মাধ্যমিক পাশ করেন, নীলফামারী সরকারি কলেজ থেকে ২০০৫ সালে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করেন। উচ্চতর শিক্ষার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন ২০০৫-২০০৬ সেশনে, স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে উর্ত্তীণ হন। স্নাতকে ভালো ফলাফলের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বর্ণ পদকে ভূষিত হন এবং স্নাতকোত্তর পর্যায়ে তথ্য ও প্রযুক্তি বিষয়ের উপর থিসিস করার জন্য তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক বৃত্তি...
Nice
ReplyDelete