গীতা সাধক শ্রী জগদীশ চন্দ্র রায়ের জীবনী Gita sadhok sree Jagadish chandra roy

 

লেখক পরিচিতিঃ

নীলফামারী জেলাধীন সদর উপজেলার ৫ নং টুপামারী ইউনিয়নের ১ নং ওয়ার্ড দাউদ নামক গ্রামে ১৯৮৭ সালে ১৪ মে ধার্মিক পরিবারে শ্রী জগদীশ চন্দ্র রায় জন্মগহণ করেন। পিতা শ্রী কামিনী কান্ত রায়, মাতা শ্রী মতি শ্যামা দেবী রায় ডাকনাম সেনোবালা। তাঁর পিতামহ শ্রী বিষাদ চন্দ্র রায় একজন ধর্মপরায়ন মানুষ ছিলেন, তাঁর গৃহে সাধু গুরু বৈষ্ণবদের সমাগম লেগেই থাকত। শ্রীমদভগবদ্‌গীতার হাতে খড়ি পিতামহ বিষাদ চন্দ্র রায়ে কাছ থেকেই হয়। শিক্ষাজীবনে পলাশরাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া শুরু করেন, পলাশবাড়ী পরশমনি উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে ২০০৩ সালে মাধ্যমিক পাশ করেন, নীলফামারী সরকারি কলেজ থেকে ২০০৫ সালে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করেন। উচ্চতর শিক্ষার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন ২০০৫-২০০৬ সেশনে, স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে উর্ত্তীণ হন। স্নাতকে ভালো ফলাফলের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বর্ণ পদকে ভূষিত হন এবং স্নাতকোত্তর পর্যায়ে তথ্য ও প্রযুক্তি বিষয়ের উপর থিসিস করার জন্য  তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক বৃত্তিপ্রাপ্ত হন। কর্মজীবনে তিনি একজন সরকারী চাকুরীজীবি । তিনি ২০১৩ সালের ২২ এপ্রিল সরকারি চাকুরিতে ইন্সট্রাক্টর (কম্পিউটার সাইন্স) হিসেবে যোগদান করেন। প্রথম কর্মস্থল প্রাইমারী টিটার্স ট্রেনিং ইন্সটিটিউট , গাইবান্ধায় ছিলেন এবং বর্তমানে প্রাইমারী টিটার্স ট্রেনিং ইন্সটিটিউট, নীলফামারীতে কর্মরত রয়েছেন।তিনি সম্পূর্ণ গীতা আয়ত্ব ও মুখস্ত করার তাঁকে গীতা সাধক বলা হয়। স্কুল জীবন থেকে তাঁকে সবাই বিজ্ঞানী বলে ডাকেন। 


















Comments

Popular posts from this blog

ডিপিএড এর নতুন ও পুরাতন পাঠ্যপুস্তক এবং লগবই,রিফ্লেক্টিভ জার্নাল,নমুনা পাঠপরিকল্পনা

বাংলা ,ইংরেজী ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও পেশাগত শিক্ষার কর্মসহায়ক গবেষনা ও কেস স্টাডি ৪র্থ টার্মের বিদ্যালয় পরিদর্শন ফরম